মোঃ কাউছার আহমেদ রিয়ন ॥ শ্রীমঙ্গলে সাতগাঁও সামাদিয়া আলীয়া মাদ্রাসার আয়োজনে স্বাধীনতার মহান নায়ক জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪২তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভা ও মিলাদ মাহাফিল অনুষ্ঠিত হয়েছে।
গত মঙ্গলবার সকাল ১১টায় সাতগাঁও সামাদিয়া আলীয়া মাদ্রাসার হল রুমে আলোচনা সভা ও মিলাদ মাহাফিল আয়োজন করা হয়। মাদ্রাসার অধ্যক্ষ মোল্লা শাহিদ আহমেদ নৈমির সভাপতিত্বে¡ প্রধান অতিথি ছিলেন মাদ্রাসার গভনিং বর্ডির সভাপতি বদরুল আলম শিবলু। বিশেষ অতিথি মাদ্রাসার প্রতিষ্ঠাতা সদস্য মোঃ আবুল খায়েল, মাষ্টার আবু তাহের ভুইয়া, শিক্ষক এনামূল হক, অভিভাবক সদস্য মোহাম্মদ আলী, মোল্লা কবীর আহমেদ, আজীবন দাতা সদস্য মোঃ ছায়েদ আলী।
এছাড়া উপস্থিত ছিলেন ভূনবী ইউনিয়ন আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি আব্দুর ছত্তার, সাধারণ সম্পাদক সুব্রত কুমার দেব, মোঃ আরজত আলী, মোঃ জালাল মিয়াসহ ভূনবী ইউনিয়ন, আওয়ামী যুবলীগের সভাপতি মোঃ বেলাল আহমেদ প্রমুখ।
অনুষ্ঠান শেষে বঙ্গবন্ধুর রুহের মাগফিরাত কামনা করে মোনাজাত করা হয়।