মাধবপুর প্রতিনিধি ॥ মাধবপুর উপজেলার বিশ্বজনীন মহাচৈতন্য প্রদীপন সংঘ ও মিশনের উদ্যোগে ৩ দিনের ধর্মীয় অনুষ্ঠান ১৬ আগষ্ট সমাপ্ত হয়েছে। ১৪ আগষ্ট শ্রীকৃষ্ণের জন্মাষ্টমি ও সংঘগুরু শম্ভুনাথানন্দ গিরি মহারাজের জন্ম তিথি উপলক্ষে সুরমা চা বাগান ১০নং ডিভিশনে কৃষ্ণ মন্দিরে গীতা জয়ন্তি ধর্মালোচনা ও মহাপ্রসাদ বিতরণ হয়। ১৫ আগষ্ট জাতির জনকের বিরহ দিবস উপলক্ষে ১০ নং কৃষ্ণমন্দিরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য এড. মাহবুব আলী। মহাচৈতন্যের পথের সম্পাদক সুখেন দেবনাথের পরিচালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন সংঘগুরু শ্রীমৎ শম্ভানাথানন্দ গিরি মহারাজ। মহাসচিব মধুসূদন রতি, এড. স্বপন কুমার নাথ, স্বামী জগদানন্দগিরি মহারাজ, শ্রীমৎ রাজেশ্বরানন্দ গিরি মহারাজ, দিপক রায় প্রমুখ। ১৬ই আগষ্ট সমাবর্তন ও শুভাযাত্রার মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।