স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরের পুরানবাজারের অগ্রদুত ভবনের জুয়েলারি দোকানে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। এতে প্রায় লাখ টাকার ক্ষতিসাধন হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তবে ঘটনার সময় মালিক দোকানে না আসায় রহস্যের সৃষ্টি হয়েছে। জানা যায়, দিপালী শিল্পালয়ের মালিক সঞ্জয় বণিক গতকাল সন্ধ্যার পর দোকান বন্ধ করে চলে গেলে দোকানের ভেতর আগুনের সূত্রপাত ঘটে। ধুয়া দেখে স্থানীয় ব্যবসায়ীরা ফায়ার সার্ভিসকে খবর দিলে একটি দল ঘটনাস্থলে গিয়ে তালাভেঙ্গে আগুন নিয়ন্ত্রণে আনে। ধারণা করা হচ্ছে জুয়েলারির কাজ শেষে আগুন নিভিয়ে না যাওয়ায় এ দুর্ঘটনা ঘটেছে। তবে অল্পের জন্য আরো কয়েকটি দোকান অগ্নিকান্ড থেকে রক্ষা পেয়েছে।