প্রেস বিজ্ঞপ্তি ॥ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪২তম শাহাদৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে শচীন্দ্র ডিগ্রি কলেজে গতকাল সকালে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। কলেজ অধ্যক্ষ এসকে ফরাস উদ্দীন আহমদ শরীফীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কলেজের প্রতিষ্ঠাতা শচীন্দ্রলাল সরকার। এতে বিশেষ অতিথি ছিলেন, গভর্ণিং বডি সদস্য সজীব আলী, এডঃ আব্দুল হামিদ ও রাকাল চন্দ্র দাস। বক্তব্য রাখেন প্রভাষক সৈয়দা তাহমুদা, শিক্ষার্থী জুলেখা বেগম, মাকতাবুল আলম ও মোস্তাক আহমেদ রাজীব। সভায় বঙ্গবন্ধু ও তার পরিবারের সদস্যদের প্রতি সম্মান প্রদর্শণ ১মিনিট নিরবতা পালন করা হয়।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উদযাপন কমিটির আহ্বায়ক প্রভাষক গৌতম সরকার। বঙ্গবন্ধুর রাজনৈতিক জীবনের উপর ভিত্তি করে প্রমান্য চিত্রের সম্পাদনা ও উপস্থাপনা করেন উদযাপন কমিটির সদস্য প্রভাসক সুমনা দাস ও প্রভাষক কাঞ্চন কুমার দাশ।