প্রেস বিজ্ঞপ্তি ॥ হবিগঞ্জ পৌরসভার উমেদনগর এলাকায় সিসি রাস্তা নির্মাণকাজ পরিদর্শন করেছেন মেয়র আলহাজ্ব জি, কে গউছ। সোমবার সকালে মেয়র সিসি রাস্তা নির্মাণকাজ পরিদর্শনের জন্য উমেদনগর পূর্বহাটি যান। হবিগঞ্জ পৌরসভায় বাস্তবায়নাধীন নগর পরিচালন ও অবকাঠামো উন্নতিকরণ প্রকল্পের আওতায় পৌরএলাকার বিভিন্ন ওয়ার্ডে সিসি রাস্তা, ড্রেন নির্মাণসহ অবকাঠামো উন্নয়ন কাজ পরিচালিত হচ্ছে। এর ধারাবাহিকতায় উমেদনগর পূর্বহাটিতে পরিচালিত হচ্ছে সিসি রাস্তা নির্মাণের কাজ। এলাকা পরিদর্শনকালে মেয়র নির্মাণকাজের মান শতভাগ বজায় রাখতে সতর্কতা অবলম্বন করার জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দেন। এলাকা পরিদর্শনকালে স্থানীয় জনগণের সাথে বিভিন্ন সমস্যা ও এর সমাধানের উপায় নিয়ে আলোচনা করেন মেয়র আলহাজ্ব জি, কে গউছ। এ সময় আরো উপস্থিত ছিলেন পৌর কাউন্সিলর মোঃ আবুল হাসিম, প্রকৌশলীবৃন্দ ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।