স্টাফ রিপোর্টার ॥ ধর্ষণ মামলার পলাতক আসামী তারা মিয়া (৩০) কে অবশেষে গ্রেফতার করেছে পুলিশ। সে নিজামপুর গ্রামের মিরাজ মিয়ার পুত্র। গতকাল সোমবার বিকালে সদর থানার এসআই মোস্তাক আহমেদের নেতৃত্বে একদল পুলিশ ওই এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।
পুলিশ জানায়, তারা মিয়া বিয়ের প্রতিশ্র“তি দিয়ে এক কলেজ ছাত্রীর সাথে শারিরীক সম্পর্ক গড়ে তুলে। এ ঘটনায় ওই যুবতী মামলা করলে আদালত তার বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারি করেন। এতদিন সে আত্মগোপনে ছিল।