স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহর থেকে নিখোজ ঢাকার মিরপুরে বাউল শিল্পী সোহাগী সরকার (২০)কে পুলিশ সিলেটের বিছনাকান্দি এলাকার হাওড় থেকে উদ্ধার করেছে। এ সময় দু’যুবককে আটক করা হয়েছে। হবিগঞ্জ সদর থানা পুলিশ অভিযান চালিয়ে তাদের আটক করে। আটক দু’যুবক হচ্ছে- হবিগঞ্জ শহরতলীর উমেদনগর এলাকার গেদা মিয়ার পুত্র রুহুল আমিন (২৫) ও কুটি মিয়ার পুত্র রুবেল মিয়া (২৮)।
পুলিশ জানায়, ঢাকার মিরপুরের বাউল শিল্পী মানিক মিয়ার স্ত্রী সোহাগী সরকার (২০) হবিগঞ্জের একটি গানের আসরে আসেন। সেখানে তার সাথে পরিচয় হয় রুহুল আমিন ও রুবেল মিয়ার। এক পর্যায়ে তাদের মাঝে সখ্যতা গড়ে উঠে। গত ৯ আগস্ট সোহাগী তার স্বামী মানিক মিয়া কেনা-কাটা করার জন্য হবিগঞ্জ শহরে খাজা গার্ডেন সিটিতে আসে। এ সময় রুবেল মিয়া ও রুহুল আমিনও উপস্থিত ছিল। সোহাগী তার স্বামী মানিক মিয়াকে বসিয়ে রেখে রুহুল ও রুবেলকে নিরুদ্ধেশ হয়ে যায়। কিছুক্ষণ পর মানিক স্ত্রী সোহাগীকে না পেয়ে খুজতে থাকে। কিন্তু কোন সন্ধ্যান না পেয়ে মানিক মিয়া বাদী হয়ে হবিগঞ্জ সদর থানায় একটি মামলা দায়ের করে। এর পর হবিগঞ্জ সদর থানা পুলিশ সোহাগীর সন্ধ্যানে মাঠে নামে। মোবাইল টেকিং এর মাধ্যমে পুলিশ নিশ্চিত হয় এরা সিলেট জেলায় অবস্থান করছে। এ অবস্থায় হবিগঞ্জ সদর ওসি ইয়াছিনুল হক পুলিশের দুটি টীম সিলেটে প্রেরণ করেন। মনিটরিংয়ে থাকেন ওসি ইয়াছিনুল হক। দু’টি টীমের একটিতে নেতৃত্ব দেন হবিগঞ্জ চৌধুরী বাজার ফাড়ি ইনপেক্টর কামরুল ইসলাম ও এসআই রাকিবুল হাসান। ওই দলটি শনিবার সারা রাত সিলেটের বিছনাকান্দি এলাকায় অনুসন্ধান করতে থাকে। এক পর্যায়ে মোবাইল টেকিংয়ের মাধ্যমে নিশ্চিত হয়ে গতকাল দুপুরের দিকে বিছনাকান্দি এলাকার একটি হাওরে নৌকা যোগে অভিযান চালায়। এক পর্যায়ে পুলিশ দেখতে পেয়ে রুবেল ও রুহুল পালানোর উদ্দেশ্যে নৌকা থেকে পানিতে পড়ে যায়। এ সময় পুলিশ তাদের আটক করতে সক্ষম হয়।