স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ জেলা ছাত্রলীগের পুর্ণাঙ্গ কমিটি অনুমোদন হতে না হতেই সম্মেলনের সম্মেলনের ঢামাঢোল বাজতে শুরু করেছে। ইতিমধ্যে সম্ভাব্য সভাপতি ও সাধারণ সম্পাদক পদে একাধিক প্রার্থী মাঠে তৎপর হয়ে উঠেছেন। নেতাকর্মীদৈর জানান দিচ্ছেন তাদের প্রার্থীতার কথা। এর মধ্যে সভাপতি পদ প্রাপ্তির আশায় প্রচার চালিয়ে যাচ্ছেন বর্তমান কমিটির সহ-সভাপতি মোঃ সাইদুর রহমান ও মোঃ কয়েস চৌধুরী। সাধারণ সম্পাদক প্রার্থী হচ্ছেন বর্তমান কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ মাহবুবুর রহমান সানি ও সাংগঠনিক সম্পাদক মোঃ মাহবরি রহমান মাহি।
সম্ভাব্য প্রার্থী বিভিন্ন স্থানে দৌঁড়ঝাঁপ ও লবিং শুরু করছেন।
এ ব্যাপারে জেলা ছাত্রলীগের সভাপতি মোঃ ইশতিয়াক রাজ চৌধুরীর সাথে আলাপ করলে তিনি জানান, আপাত এ ধরনের কোন সিদ্ধান্ত কেন্দ্র থেকে আমাদের জানানো হয়নি। তবে কেন্দ্র থেকে সম্মেলন করার সিদ্ধান্ত দেয়ার সাথে সাথে আমরা তা করতে প্রস্তুত রয়েছি।
এ ব্যাপারে ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক নওশাদ সুজন এর সাথে ফোনে যোগাযোগ করা হলে জানান, সম্মেলন একটি স্বাভাবিক প্রক্রিয়া। তবে হবিগঞ্জের সম্মেলন সম্পর্কে এখানো কোন সিদ্ধান্ত হয়নি। তবে শিগগিরই সম্মেলনের তারিখ ঘোষণা করা হবে।