নবীগঞ্জ প্রতিনিধি ॥ হবিগঞ্জ জেলা আওয়ামীলীগ নেতা শাহ নেওয়াজ মিলাদ গাজী বলেছেন, ৭৫ এর ১৫ই আগস্টের মীর জাফর খুনি খন্দরকার মোশতাক ও জেনারেল জিয়ার নাম বাঙ্গালী জাতি চিরদিন ঘৃণাভরে উচ্চারণ করবে।
তিনি গতকাল নবীগঞ্জ উপজেলার কাজিরগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে ২নং বড় ভাকৈর ইউনিয়ন যুবলীগ কর্তৃক আয়োজিত জাতীয় শোক দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন। ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক মোঃ তৈয়বুর রহমান এর সভাপতিত্বে ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক জুয়েল মিয়া এর পরিচালনায় প্রথমেই জহিরুল ইসলামের কোরআন পাঠের মধ্যে দিয়ে এ শোক সভার কার্যক্রম শুরু হয়। এ শোক সভায় বিশেষ অতিথি ছিলেন নবীগঞ্জ উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক কাজী ওবায়দুল কাদের হেলাল, ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি আক্তার হোসেন ছুবা, বঙ্গবন্ধু কাউন্সিলের কেন্দ্রিয় নেত্রী ডাঃ নাজরা চৌধুরী, উপজেলা যুবলীগের সিনিয়র যুগ্ম আহ্বায়ক শাহ গুল আহমদ কাজল, বঙ্গবন্ধু পরিষদের সভাপতি দুলাল আহমদ চৌধুরী, লোকমান আহমেদ খান, আব্দাল মিয়া। বক্তব্য রাখেন, নবীগঞ্জ পৌর যুবলীগ নেতা হুমায়ুন আহমেদ চৌধুরী, তকলিছ মিয়া, আঃ নূর, নেছার আহমদ জগলু, সৈয়দ আহমদ আলী, আঃ আজাদ শাজাহান, শাকু আলম, মঈনুল হক, আবু বক্কর, শাহাব উদ্দিন, জসিম উদ্দিন, টিপু হোসেন, কামরুল ইসলাম, মোফাজ্জল, রিহান উদ্দিন, নাহিদুল ইসলাম, অলিনুর, শামীম আহমদ, আবুল খায়ের, ছাব্বির হোসেন, আব্দুল হালিম, ডাঃ রফিক, হুমায়ুন আহমেদ, খালিছ মিয়া, আব্দুস ছত্তার, হারুনসহ আরো শত শত নেতৃবৃন্দ শোক সভায় উপস্থিত ছিলেন।