স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরের উত্তর শ্যামলী এলাকায় এক গৃহবধুকে অপহরণের চেষ্টা করেছে একদল লম্পট। পরে ব্যর্থ হয়ে তাকে পিটিয়ে আহত করেছে।
আহত সূত্রে জানা যায়, ওই এলাকার এক গৃহবধু (২৫) গতকাল রবিবার দুপুরে উত্তর শ্যামলী ব্রীজের নিকট পৌছামাত্র ওই এলাকার সুয়েব আহমেদ (২৫) ও ফয়ছল মিয়া (২০) সহ কতেক যুবক ওই গৃহবধুকে জোরপূর্বক মোটর সাইকেল তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করে। এ সময় গৃহবধুর চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে এলে তাকে প্রহার করে যুবকরা পালিয়ে যায়।