স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরের হরিপুর এলাকা থেকে আন্তঃজেলা মাদক বিক্রেতা ফরিদ মিয়া (৩৫) কে আটক করেছে পুলিশ। এ সময় তার কাছ থেকে উত্তেজক ইয়াবা ট্যাবলেট ও গাঁজা উদ্ধার করা হয়। সে ওই এলাকার মৃত আমির আলীর পুত্র। গতকাল শনিবার বিকালে সদর থানার এসএসআই বিল্লাল হোসেন ও বিকাশ চন্দ্র দাসের নেতৃত্বে একদল পুলিশ তাকে গ্রেফতার করে। এ সময় তার কাছ থেকে ইয়াবা ট্যাবলেট, গাঁজা এবং মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার করা হয়। পুলিশ জানায়, ফরিদ এলাকার একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী। দীর্ঘদিন ধরে সে ওই এলাকায় মাদক বিক্রি করে যুব সমাজকে নষ্ট করছিল। এলাকাবাসি তার বিরুদ্ধে অভিযোগ দিলে পুলিশ অভিযান চালায়। তার বিরুদ্ধে মাদক বিক্রি ছাড়াও চুরি, ডাকাতি ও ছিনতাইর মামলা রয়েছে। এতদিন সে আত্মগোপনে ছিল।