প্রেস বিজ্ঞপ্তি ॥ আজ ১৩ চৌধুরী বাজার জামে মসজিদের সাবেক খতিব আলাউদ্দিন আখঞ্জির মৃত্যুবার্ষিকী। তিনি গত বছরের এই দিনে নিউইয়র্কে দূর্বৃত্তের গুলিতে নির্মমভাবে নিহত হন। কুইন্স ওজনপার্কে অবস্থিত আল-ফুরকান জামে মসজিদের ইমাম ও খতিব ইসলামী চিন্তাবিদ পীরজাদা আল্লামা শহীদ শাহ্ আলাউদ্দিন আখঞ্জী।
মরহুম শহীদ শাহ্ আলাউদ্দিন আখঞ্জী (রহঃ) হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার আহম্মদাবাদ ইউনিয়নের (গোছাপাড়া) গ্রামের শামছুল আরেফীন আল্লামা শাহ্ শামছুদ্দিন আখঞ্জী (রহঃ) এর সন্তান। তিনি কর্মজীবনে গাজীপুর রায়হানীয়া দাখিল মাদ্রাসার সুপার, শায়েস্তাগঞ্জ রেলওয়ে জামে মসজিদ, হবিগঞ্জ চৌধুরী বাজার কেন্দ্রীয় সুন্নি জামে মসজিদ এবং সর্বশেষ নিউইয়র্ক কুইন্স ওজনপার্কে অবস্থিত আল-ফুরকান জামে মসজিদে ইমামতির দায়িত্ব পালন করেন।