স্টাফ রিপোর্টার ॥ চেক জালিয়াতি মামলার এক বছরের সাজাপ্রাপ্ত আসামী আব্দুর রহমান (৩৫) কে গ্রেফতার করেছে পুলিশ। সে উমেদনগর গ্রামের মৃত ওয়াদ উল্লার পুত্র। গত শুক্রবার গভীররাতে সদর থানার এসআই রকিবুল হাসানের নেতৃত্বে একদল পুলিশ ওই এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। পুলিশ জানায়, তার বিরুদ্ধে চেক জালিয়াতি মামলায় আদালত থেকে ১ বছরের সাজা পরোয়ানা রয়েছে। এতদিন সে পলাতক ছিল।