আজমিরীগঞ্জ প্রতিনিধি ॥ আজমিরীগঞ্জ পৌর এলাকার নগর গ্রামে ২ মাসে মন্দির সহ ৭ বাড়িতে দুঃসাহসিক চুরি সংগঠিত হয়েছে। জানা যায়, আজমিরীগঞ্জ পৌর এলাকার নগর গ্রামের বাসিন্দা নেপাল মোদকের বাড়ির মহাদেব মন্দিরে গত বৃহস্পতিবার দিবাগত ভোররাত ৪টার দিকে দুঃসাহসিক চুরি সংগঠিত হয়েছে। আশপাশের লোকজন জানায়, দূর্বৃত্তরা মন্দিরের তালা ভেঙ্গে পিতল, পাথর ও কাঁচের ৩টি বিগ্রহ, স্বর্ণ ও রূ“পার অলংকার, কৃষ্ণের বাঁশি, তামা, কাসার আসবাবপত্র ও নগদ ৫ হাজার টাকা সহ দেড় লক্ষাধিক টাকার মালামাল চুরি করে নিয়ে যায়। এ সময় শব্দ পেয়ে ঘরের লোকজন জেগে উঠে শোর চিৎকার শুরু করলে চোরচক্র পালিয়ে যায়। গতকাল শুক্রবার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। এদিকে গ্রামের লোকজন জানায়, বিগত ২ মাসে ইতিপূর্বে একই গ্রামের বাসিন্দা যথাক্রমে বাবলু মোদক, অজয় দে রায়, সুজন মোদক, গণোত্তম দেব, শংকর মোদক ও কৃষ্ণ দেবের বাড়িতে দূঃসাহসিক চুরি সংগঠিত হয়। এ ছাড়া আজমিরীগঞ্জে দীর্ঘ প্রায় ২ বছর ধরে পরিচালিত ভারতের শিলং নিয়ন্ত্রিত এন্ডিং জুয়াখেলার টাকা যোগার করতে এলাকার যুব ও কিশোর চুরি-ডাকাতি সহ নানা ধরণের সামাজিক অপরাধে জড়িয়ে পড়ছে বলে গ্রামের লোকজন জানায়।
উল্লেখ্য, ওই গ্রামের কৃষ্ণ দেবের বাড়ি থেকে চুরি যাওয়া ১ টি লেপটপ ও ১ টি দামি মোবাইল সেট চুরির প্রায় ১৫ দিন পর আজমিরীগঞ্জ বাজারের একটি ব্যবসা প্রতিষ্ঠানে সনাক্ত করা হয়। পরে উপজেলা চেয়ারম্যানের মধ্যস্থতায় বিষয়টি মিমাংসা করা হয়।