স্টাফ রিপোর্টার ॥ মাধবপুরে বিপুল পরিমাণ ভারতীয় মদ উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। গতকাল সকালে উপজেলার রাজেন্দ্রপুর এলাকা থেকে ৭১ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়।
বিজিবি ৫৫ ব্যাটালিয়নের অধিনায়ক আসাদুজ্জামান চৌধুরী জানান, শুক্রবার সকালে বিজিবি’র রাজেন্দ্রপুর ফাঁড়ির হাবিলদার এমরান আলী ওই এলাকায় অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় মদগুলি জব্দ করেন। এ সময় কাউকে আটক করা সম্ভব হয়নি।