স্টাফ রিপোর্টার ॥ দু’দিন অতিবাহিত হলেও বাহুবলে স্কুল ছাত্রী নাইমা’র ময়নাতদন্ত সম্পন্ন হয়নি। দু’দিন ধরে লাশ পড়ে আছে মর্গে। ইতোমধ্যে রাশে পচন ধরেছে। সুরত হাল রিপোর্ট নিয়ে পুলিশ ও ডাক্তারের মতবিরোধের কারণে ময়না তদন্ত হয়নি বলে একটি সুত্র জানিয়েছে। এদিকে গত শিশু নাইমার পিতা ফরিদ মিয়া হাসপাতালের মর্গের পাশে দুই দিন ধরে খেয়ে না খেয়ে পড়ে আছেন। তার দাবি নাঈমাকে হত্যা করা হয়েছে।
গতকাল রাতে সিভিল সার্জন সুচিন্ত চৌধুরী হস্তক্ষেপ করলে আজ শনিবার সকালে ময়নাতদন্ত করা হবে বলে আবাসিক মেডিকেল অফিসার ডাঃ বজলুর রহমান জানিয়েছেন।
সূত্র জানায়, গত বুধবার সন্ধ্যায় নাইমার লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়। শিশুর মরদেহে আঘাতের চিহ্ন থাকলেও পুলিশ সুরত হাল রিপোর্টে আঘাতের কথা উল্লেখ নেই। ডাক্তার বলছেন পুলিশের সুরতহাল রিপোর্টে অসামঞ্জস্যতা রয়েছে। লাশের শরীরে আঘাতের চিহ্ন থাকা স্বত্বেও পুলিশ সুরতহাল রিপোর্টে তা উল্লেখ না করায় ময়নাতদন্ত সম্পন্ন হচ্ছে না।
নাইমার লাশের ময়নাতদন্তের বিষয়টি সুরাহা করতে গতকাল শুক্রবার রাত ৮টার দিকে সিভিল সার্জন ডাঃ সুচিন্ত চৌধুরী ৫ সদস্যের একটি কমিটি গঠন করেছেন। উক্ত কমিটির সদস্য ডাঃ দেলোয়ার হোসেন, ডাঃ হালিমা নাসরিন, ডাঃ বজলুর রহমান, ডাঃ দেবাশীষ দাস ও ডাঃ মিঠুন রায় আজ শনিবার সকাল ১০টার দিকে নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে লাশের ময়নাতদন্ত সম্পন্ন করবেন বলে জানা গেছে।
গত বুধবার বিকাল ৩টার দিকে স্কুল থেকে বাড়ি ফিরে উপজেলার সোয়াইয়া গ্রামের ফরিদ মিয়ার মেয়ে নাইমা আক্তার। বাড়ি ফেরার পর থেকে আর খুঁজে পাওয়া যায়নি নাইমাকে। অনেক খুঁজাখুঁজির পর সন্ধ্যার দিকে বাড়ির পাশের পুকুরে মুর্তা গাছের নিচে পানির উপর তার লাশ ভেসে থাকতে দেখেন স্থানীয় লোকজন।
এদিকে মর্গের পাশে থাকা নাইমার পিতা ফরিদ মিয়া আহাজারী করে জানান, তার কন্যাকে হত্যা করে লাশ গোপন করার চেষ্টা করছিল দুর্বৃত্তরা।