প্রেস বিজ্ঞপ্তি ॥ মাধবপুর উপজেলা ও পৌর জাতীয় যুব সংহতির কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার বিকেলে জাতীয় পার্টির কার্যালয়ের সামনে অনুষ্ঠিত কর্মী সম্মেলনে সভাপতিত্ব করেন মাধবপুর উপজেলা জাতীয় যুব সংহতির সভাপতি ফকির কায়সার আহমদ। যুব সংহতি নেতা ফিরোজ মিয়া ও শাহ আলমের যৌথ পরিচালনায় কর্মী সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, হবিগঞ্জ জেলা জাতীয় যুব সংহতির আহবায়ক প্রভাষক এস.এম লুৎফুর রহমান। বিশেষ অতিথি ছিলেন, জেলা জাতীয় যুব সংহতির সদস্য সচিব শেখ জালাল ও যুগ্ম আহবায়ক মুরাদ আহমদ, মাধবপুর উপজেলা জাতীয় পার্টির সভাপতি কদর আলী মোল্লা, সাধারণ সম্পাদক আব্দুল ওয়াহাব, যুগ্ম সাধারণ সম্পাদক শেখ শামীম মিয়া, পৌর জাতীয় পার্টির সভাপতি মিজানুর রহমান দুলাল, সাধারণ সম্পাদক কবির ভুঁইয়া, সাংগঠনিক সম্পাদক আবুল বাশার।
সভায় প্রধান অতিথি’র বক্তব্যে এস.এম লুৎফুর রহমান বলেন, জাতীয় পার্টির ভ্যানগার্ড হিসেবে জাতীয় যুব সংহতিকে এগিয়ে আসতে হবে। আসন্ন সংসদ নির্বাচনে মাধবপুর-চুনারুঘাটে জাতীয় পার্টির চেয়ারম্যান, সাবেক রাষ্ট্রপতি পল্লীবন্ধু আলহাজ্ব হুসেইন মুহাম্মদ এরশাদের মনোনীত প্রার্থীকে বিজয়ী করতে এখন থেকেই জাতীয় যুব সংহতিকে তৃনমূল পর্যায়ে সংগঠনকে সু-সংগঠিত করতে হবে।
সভায় মাধবপুর উপজেলা জাতীয় যুব সংহতির সভাপতি ফকির কায়সার আহমদ, সাধারণ সম্পাদক ফিরোজ মিয়া ও মোঃ অলিউর রহমানকে সাংগঠনিক সম্পাদক করে ৭১ সদস্য বিশিষ্ট কমিটি ও মাধবপুর পৌর জাতীয় যুব সংহতি সভাপতি সঞ্জিত রায়, সাধারণ সম্পাদক সৈয়দ মিয়া পাঠান ও মাসুম আহমদকে সাংগঠনিক সম্পাদক করে ৫৫ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষনা করেন জেলা জাতীয় যুব সংহতির আহবায়ক প্রভাষক এস.এম লুৎফুর রহমান। সভা শেষে জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও জেলা জাতীয় পার্টির আহবায়ক আলহাজ্ব মোঃ আতিকুর রহমান আতিকের মাতা ও তাঁর সহধর্মিনীর রুহের মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।