নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জের ইনাতগঞ্জ বিবিয়ানা জনকল্যাণ পরিষদের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাছুম আহমেদের সৌদি আরব গমন উপলক্ষে বিদায় সংবর্ধনা অনুষ্টিত হয়। এতে সভাপতিত্ব করেন বিশিষ্ট সমাজ সেবক মিনার উদ্দীন, বিশিষ্ট ক্রীড়া সাংবাদিক এম. এস. লিমনের পরিচালনায় বৃহস্পতিবার বিকেলে ইনাতগঞ্জস্থ পরিষদের অস্থায়ী কার্যালয় আয়োজিত সংবর্ধনা সভায় স্বাগত বক্তব্য রাখেন বিশিষ্ট শিক্ষাঅনুরাগী সৈয়দ সামসুল।
বক্তব্য রাখেন কবি দীনেস সুত্রধর, সম্রাট সুত্রধর, শংকর দাস নাঈম ইসলাম, ইব্রাহীম আহমেদ, বিশিষ্ট ক্রিকেটার নাঈম আহমদ, ক্রিকেটার রিমন। উপস্থিত ছিলেন অনুজ চক্রবতী, কামরান আহমেদ, আক্তার হোসেন, তোফায়েল আহমেদ, জুয়েব আহমেদ প্রমুখ। পরে দোআ পরিচালনা করেন ইনাতগঞ্জ পূর্বজামে মসজিদের মোয়াজ্জীন হাফিজ জসীম উদ্দীন । তিনি সময় স্বল্পতার কারণে বন্ধু-বান্ধব আত্মীয় স্বজন সহ শুভাকাঙ্খীদের সাথে যোগাযোগ করতে না পারায় আন্তরিকভাবে দুঃখ প্রকাশ ও সকলের নিকট দোয়া কামনা করেন।