শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪, ০৩:২৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
শহরের খোয়াই জেনারেল হাসপাতালে তালা ঝুলিয়ে দিয়েছে স্বাস্থ্য বিভাগ শায়েস্তাগঞ্জে ফসলি জমি থেকে মাটি কেটে ভরাট হচ্ছে পুকুর নবীগঞ্জে সিএনজি স্টেশন দখল নিয়ে উত্তেজনা বহুলায় অগ্নিকাণ্ড ॥ অল্পের জন্য রক্ষা পেয়েছে কয়েকটি বাড়ি রিমান্ড শেষে যুবলীগ নেতা আলমগীরকে কারাগারে শহরের উমেদনগরে দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার চুনারুঘাট প্রেসক্লাবের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হবিগঞ্জ শহরের উমেদনগর শিল্পনগর এলাকার ব্যবসায়ী হামিদ মিয়া আর নেই নবীগঞ্জে প্রতিপক্ষেও হামলায় এক ব্যক্তি আহত উৎসব মুখর পরিবেশে নবীগঞ্জ প্রেসক্লাব নির্বাচন সম্পন্ন ॥ এটিএম সালাম সভাপতি, ছনি চৌধুরী সম্পাদক

নবীগঞ্জে আ.লীগের বিষফোড়া সহযোগিরা ॥ বিএনপিতে বিভক্তি

  • আপডেট টাইম শুক্রবার, ১১ আগস্ট, ২০১৭
  • ৫৩১ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জে রাজনৈতিক দল গুলোর দলীয় কার্যক্রমে গ্র“পিং লবিংয়ের কারনে স্থবিরতা বিরাজ করছে। সরকারী দল আওয়ামীলীগের বিষফোড়াঁ হয়েছে দাড়িয়েছে সহযোগি সংগঠন গুলো। যুবলীগ ও ছাত্রলীগ আওয়ামীলীগের নিয়ন্ত্রনের বাহিরে থাকায় নেতাকর্মীরা বিব্রতবোধ করছেন। এখানে দলীয় গ্র“পিং ও লবিং নিরসনে দায়িত্বশীলদের ভুমিকা রহস্য জনক। উপ কোন্দলের কারনে বিগত উপ-নির্বাচনে সামান্য ভোটের ব্যবধানে ধরাশায়ী হয়েছিলেন জেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান ডাঃ মুশফিক হোসেন চৌধুরী। শুধু তাই নয় এই কোন্দলের জেরধরে বিগত পৌর নির্বাচনে পর পর তিন বার নির্বাচিত মেয়র অধ্যাপক তোফাজ্জল ইসলাম চৌধুরী পরাজিত হওয়ায় আওয়ামীলীগের হাত ছাড়া হয় পৌরসভা। তবে ইউপি নির্বাচনে ১৩ আসনের মধ্যে ১টি ব্যতিত বাকী সব ক’টিতে আওয়ামীলীগ এবং বিদ্রোহী আওয়ামীলীগের প্রার্থীরা জয়লাভ করেন। সাধারণ মানুষ ও দলীয় ত্যাগী নেতারা মনে করেন আগামী জাতীয় নির্বাচনে প্রার্থী নির্বাচনে ভুল করলে খেসারত দিতে হবে।
এদিকে নবীগঞ্জ উপজেলা ও পৌর বিএনপি’র রাজনীতির বেহাল দশা বিরাজ করছে। এখানে বিএনপি পারিবারিক ভাবে দল পরিচালিত হচ্ছে। উপজেলা বিএনপির সভাপতির পদ সাবেক এমপি শেখ সুজাত মিয়া আখড়ে রেখেছেন। তিনি মাসের পর মাস সুদুর ইংল্যান্ডে বসবাস করেন। তাঁর অবর্তমানে রাজনৈতিক অঙ্গনে বিএনপির খুব একটা কার্যক্রম দেখা যায়নি। দলীয় মনোনয়নে ধানের শীষ প্রতিকে গেল নির্বাচনে মেয়র হন পৌর বিএনপির সভাপতি ছাবির আহমদ চৌধুরী। তিনি পৌর বিএনপির সভাপতি হিসেবে পৌর মেয়র ছাবির আহমদ চৌধুরী দীর্ঘদিন ধরে দায়িত্ব পালন করছেন। নবীগঞ্জে বিএনপির রাজনীতিতে এক নেতা একাধিক পদ দখলে রেখেছেন। উপজেলা, পৌর ও কলেজ ছাত্রদলের আহ্বায়ক কমিটি দিয়ে চলছে ৮ বছর। শুধু পদ পদবী পাওয়ার আশায় গ্র“পিং, লবিং করতে দেখা যাচ্ছে। বাস্তবে দলীয় কর্মকান্ডে তাদের কার্যক্রম অনুপস্থিত। তবে শেখ সুজাত মিয়া দেশে আসলে তার বাসা কেন্দ্রীক নেতাকর্মীদের সরব দেখা যায়। এ উপজেলায় শুধু মাত্র যুবদলের কমিটি ছিল নির্বাচিত। তাও ৭ বছর ধরে চলছে এ কমিটির মেয়াদ। উপজেলা যুবদলের নির্বাচিত সভাপতি ও পৌর কাউন্সিলর এটিএম সালাম প্রায় দেড় বছর আগে আনুষ্ঠানিক ভাবে আওয়ামীলীগে যোগদান করায় এ পদটি এখন শুন্য রয়েছে। যুবদলের কার্যক্রমেও পড়েছে ভাটা। সাধারণ নেতাকর্মীদের মতে এটিএম সালাম ছিল বিএনপির রাজনীতিতে পরীক্ষিত নেতা। দীর্ঘ ৪ বছর শেখ সুজাত মিয়ার বলয়ের বাহিরে থেকে মাঠ দখলে রেখেছিলেন।
এছাড়া বিএনপির রাজনীতিতে নতুন করে আলোচনার ঝড় তোলছেন আমেরিকা সিকাগো বিএনপির সভাপতি মোজাম্মেল আলী নান্টু। তার রয়েছে বিএনপি ও সহযোগি সংগঠনে বিশাল কর্মী বাহিনী। বিগত ইউপি নির্বাচনে কেন্দ্রীয় সদস্য ও সাবেক এমপি শেখ সুজাত মিয়ার সাথে অনেকটা চ্যালেঞ্জ করেই নবীগঞ্জ ও বাহুবলে ৬ জনের মনোয়ন এনে দেয়ায় সুজাত বলয়ে অনেকটা ভাটা পড়ে। আগামী নির্বাচনে তাকে প্রার্থী করার জন্য জোর লবিং চলছে। তার অনুশারীদের দাবী নান্টুই পাবে আগামী নির্বাচনে মনোয়ন। ইতিমধ্যে তার অনুসারিরা ব্যাপক প্রচারনাও চালিয়ে যাচ্ছেন। এখানে আরেক দিক হলো হবিগঞ্জ-১ (নবীগঞ্জ-বাহুবল) নির্বাচনী এলাকায় মৎস্যজীবিদের বিশাল ভোট ব্যাংক রয়েছে। বর্তমানে এটিএম সালাম আওয়ামীলীগে যোগদান করায় এই ভোট ব্যাংক হাত ছাড়া হবে বিএনপির এমন আশংখ্যা রয়েছে। যা বিগত ইউপি নির্বাচনে চমক সৃষ্টি হয়েছে। বর্তমানে ওই ভোট ব্যাংকের সিংহভাগ ভোট আওয়ামীলীগের ঘরে যাওয়ার উজ্জ্বল সম্ভাবনা রয়েছে।
এ উপজেলায় জাতীয় পার্টিতে কোন বিভক্তি নাই বললেই চলে। এখানে মহাজোটের এমপি এমএ মুনিম চৌধুরী বাবুর নেতৃত্বে দল পরিচালিত হচ্ছে। তবে তাদেরও রাজনৈতিক কার্যক্রমে স্থবিরতা বিরাজ করছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com