স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরের ২নং পুল এলাকা থেকে মাদক বিক্রেতা জনাব আলী ওরফে লুঙ্গি জনাব (৩৫) কে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তার কাছ থেকে ১৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। সে বহুলা গ্রামের মৃত গেদা মিয়ার পুত্র। গতকাল বৃহস্পতিবার রাত ৯টার দিকে সদর থানার এএসআই বিকাশ দাসের নেতৃত্বে একদল পুলিশ ওই এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। এ সময় তার লুঙ্গির প্যাচ থেকে ১৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়। পুলিশ জানায়, তার বিরুদ্ধে একাধিক মাদকের মামলা রয়েছে। সে শীর্ষ মাদক বিক্রেতা ছইদ আলীর অন্যতম সহযোগি।