স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরের যশেরআব্দা এলাকায় চুরি, ছিনতাই, জুয়াসহ অসামাজিক কাজের বিরুদ্ধে অভিযান চালিয়েছে পুলিশ। অভিযানে কাউকে গ্রেফতার করতে না পারলেও পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে গেছে অপরাধীরা।
জানা যায়, শহরের যশেরআব্দা এলাকায় দীর্ঘদিন ধরে চুরি, ছিনতাইসহ অসামাজিক কাজ চলে আসছে। সম্প্রতি এনিয়ে সংবাদ প্রকাশ হলে অপরাধীরা গা ঢাকা দেয়। কিছুদিন আগে ওই এলাকার কতিপয় দুর্বৃত্ত এক স্কুল ছাত্রকে প্রকাশ্যে অস্ত্রের মুখে জিম্মি করে তাঁর টাকা পয়সা নিয়ে যায়। ওই এলাকাসহ আশপাশের এলাকার কতিপয় যুবক সন্ধ্যার পর থেকেই এলাকায় জুয়াসহ মাদকসেবনের আসর জমায়। এলাকাবাসি তাদের এসব অপকর্মের বিরুদ্ধে ফুঁসে উঠেছেন।