নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জে শিশুদের ঝগড়ার ঘটনাকে কেন্দ্র করে গতকাল বৃহস্পতিবার সকালে দু’পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষে আহত হয়েছেন অন্তত ১০ জন। আহতদের মধ্যে আশংকাজনক অবস্থায় ৫জনকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় এলাকায় টানটান উত্তেজনা বিরাজ করছে। জানা যায়, গত কয়েকদিন পূর্বে শিশুদের মধ্যে ঝগড়াকে কেন্দ্র করে উপজেলার বাউসা ইউনিয়নের মাইজগাঁও গ্রামের হান্নান মিয়া ও একই গ্রামের ফুলকাছ মিয়ার পুত্র নাজিম মিয়ার মধ্যে কথা কাটাকাটি হয় এরই জের ধরে হান্নান মিয়া ও ফুলকাছ মিয়ার লোকজনের মধ্যে উত্তেজনা দেখা দেয়। এ ঘটনায় এলাকাজুড়ে টান টান উত্তেজনা বিরাজ করছিলো। এর সুত্রধরে বৃহস্পতিবার সকাল ৮টার দিকে হান্নান মিয়া ও ফুলকাছ মিয়া পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। এ সময় দুপক্ষের লোকজন ইট পাটকেল নিক্ষেপ করতে দেখা যায়। সংঘর্ষে উভয় পরে মহিলাসহ ১০জন আহত হন। আহতদের মধ্যে হান্নান মিয়া (৫৩), ফুলকাছ মিয়া (৬০), আলমাছ উল্লাহ (৫৫), আছিয়া বেগম (৪০), তাছলিমা বেগম (২০) কে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের অবস্থা আশংখাজনক দেখে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। এ ঘটনায় এলাকায় যেকোনো সময় আবারও বড় ধরণের সংঘর্ষে আশংকা করছেন এলাকাবাসী।