মাধবপুর প্রতিনিধি ॥ মাধবপুর উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব সৈয়দ মোহাম্মদ শাহজাহান চৌমুহনীর ক্ষতিগ্রস্থ রাবার ড্যামের সংস্কার কাজ পরিদর্শন করেছেন। বৃহস্পতিবার বিকালে রাবার ড্যামের সংস্কার কাজ ও স্থানীয় কৃষকদের সাথে কথা বলেন। এ সময় উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুল আজিজ, মহিলা ভাইস চেয়ারম্যান এ্যাডভোকেট সুফিয়া আকতার হেলেন, সাবেক ইউপি চেয়ারম্যান মাহবুবুর রহমান সোহাগ, প্রেসক্লাবের সাবেক সভাপতি আলাউদ্দিন আল রনি, রাবার ড্যাম ব্যবস্থাপনা কমিটির সহ-সভাপতি মোঃ জাহাঙ্গীর, স্থানীয় বিএনপির সভাপতি মীর আব্দুল আলীম বাদল, ইউপি সদস্য সেলিনা আক্তার, সাংবাদিক হামিদুর রহমান, প্রধান শিক্ষক ইস্কান্দর মির্জা ফারুক, জাসাস আহ্বায়ক সানিসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। এছাড়া উপজেলা পরিষদের আওতাধীন ক্ষতিগ্রস্থ রাবার ড্যাম হতে রাজনগর রাস্তা ও কালিকারপুর হতে গোপিনাথপুর রাস্তা পরিদর্শন করেন।