প্রেস বিজ্ঞপ্তি ॥ জাতীয় পার্টি প্রেসিডিয়াম সদস্য ও হবিগঞ্জ জেলার আহ্বায়ক আলহাজ্জ মোহাম্মদ আতিকুর রহমান আতিকের খালাতো ভাই বি-বাড়িয়া জেলার আখাউড়া উপজেলার তারাগন পীরবাড়ীর মরহুম পীরজাদা সৈয়দ তৌহিদ উল্লা শাহ (রঃ) এর ২য় পুত্র হাফেজ পীরজাদা সৈয়দ শারফিন শাহ ওরফে লিটন ইন্তেকাল করেছেন (ইন্না…..রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৫২ বছর। ১০ আগষ্ট ২০১৭ বৃহস্পতিবার সন্ধ্যা সোয়া ৬টায় ঢাকার এ্যাপোলো হাসপাতালে হৃদরোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেন। তিনি তারাগন হযরত পীর সৈয়দ শের আলী শাহ (রঃ) বংশধর। মৃত্যুকালে তিনি ৫ বোন, ১ ভাই, স্ত্রী, ২ ছেলে ও ১ মেয়েসহ অসংখ্য আত্মীয় স্বজন, গুণগ্রাহী সহ মুরিদান রেখে গেছেন।
তাঁর মৃত্যুর খবর শুনে হাজার হাজার মুরিদানরা ছুটেযান তারাগন পীর বাড়ীতে।
আজ শুক্রবার বাদ জুমা জানাজা নামাজের পর তারাগন পীরবাড়ীর জামে মসজিদে ঈদগাহ মাঠে জানাজা নামাজ অনুষ্ঠিত হবে। জানাজা নামাজ শেষে তারাগন হযরত পীর সৈয়দ শের আলী (রঃ) দরবার শরীফে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে। মরহুমের শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা ও শোক প্রকাশ করেন শায়েস্তাগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মোঃ আব্দর রকিব ও সাধারণ সম্পাদক মোঃ কামরুজ্জামান আল রিয়াদসহ প্রেসক্লাবের সকল সদস্যবৃন্দ।