স্টাফ রিপোর্টার ॥ চুনারুঘাটে বিভিন্ন অপরাধে ৪ ব্যবসা প্রতিষ্টানকে ১১ হাজার ৫শত টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। গতকাল বৃহস্পতিবার সকালে নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে বিক্রি এবং অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি ও বিক্রির অপরাধে এ জরিমানা আদায় করা হয়। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর এর সহকারী পরিচালক মো: আল আমিন এ অভিযান পরিচালনা করেন। যেসব প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে সেগুলো হল, নাবিল স্টোরের মালিককে ১ হাজার ৫শত টাকা, রহিম ট্রেডার্সের মালিককে ৫ হাজার, মাতৃমঙ্গল সুইটের মালিককে ২ হাজার ও মায়া সুইট মালিককে ৩হাজার টাকা।