স্টাফ রিপোর্টার ॥ ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে হবিগঞ্জ মটর মালিক গ্র“পের দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। গত মঙ্গলবার হবিগঞ্জ জেলা পরিষদ অডিটরিয়ামের হলরুমে সকাল থেকে বিকাল পর্যন্ত এ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে ২৩৮ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। পরে প্রাপ্ত ভোট গননা শেষে প্রধান নির্বাচন কমিশনার আলহাজ্ব মোঃ নুরুল হক ফলাফল ঘোষণা করেন। সভাপতি পদে ১১৯ ভোট পেয়ে নির্বাচিত হন আলহাজ্ব শফিকুর রহমান চৌধুরী। তার নিকটতম প্রতিন্দ্বন্দ্বি আলহাজ্ব ফজলুর রহমান চৌধুরী পান ১১৮ ভোট। এবং কার্যকরি সভাপতি পদে আলহাজ্ব শামছু মিয়া চৌধুরী ১২০ ভোট পেয়ে নির্বাচিত হন। সাধারণ সম্পাদক পদে নব-নির্বাচিত শংখ শুভ্র রায় বিনা প্রতিন্দ্বন্দ্বিতায় নির্বাচিত হন। সহ-সভাপতি পদে ৩জন নির্বাচিত হন তারা হলেন, আলহাজ্ব মোঃ সিরাজ উদ্দিন খাঁন ১২০ ভোট, হাজি আব্দুল ওয়াহাব বাবুল ৯১ ভোট ও মোঃ হেলাল উদ্দিন বিনা প্রতিন্দ্বন্দ্বিতায় নির্বাচিত হন। যুগ্ম সাধারণ সম্পাদক পদে আবু মঈন চৌধুরী সোহেল ১৪৫ ভোট, ফেরদৌস আহমেদ ১৩৭ ভোট এবং মোঃ শাহনুরুর রহমান বিনা প্রতিন্দ্বন্দ্বিতায় নির্বাচিত হন। সদস্য পদে যারা নির্বাচিত হন, হবিগঞ্জ-সিলেট লাইন (হবিগঞ্জ প্রান্ত) (১২ জন) মোঃ নজরুল ইসলাম, মোঃ আনোয়ারুল ইসলাম, মোঃ বাচ্চু মিয়া, মোঃ ফজলুল হক কাজল, হাজী মোঃ জিতু মিয়া, মোঃ খোর্শেদ আলী, হাজী আব্দুল কাদির, হাজী বুলবুল মিয়া, দ্বিজেন্দ্র পাল চৌধুরী, আবুল হোসেন চৌধুরী, মোঃ সাইদুর রহমান, দিপাল চক্রবর্তী। হবিগঞ্জ-সিলেট লাইন (সিলেট প্রান্ত) (৫ জন) কাবুল কুমার পাল, সৈয়দ আব্দুল মন্নান, মোঃ আব্দুল হক, মোঃ শাহ জিয়াউল কবির পলাশ, মোঃ শহিদুল ইসলাম। হবিগঞ্জ-মাধবপুর লাইন (৩ জন) মোঃ শাহজাহান মিয়া, মোঃ দিদার হোসেন, একে এম রেজাউল করিম। হবিগঞ্জ-মাধবপুর বিশ্বরোড লাইন (৩ জন) মোঃ শহিদুল ইসলাম রুবেল, অজিত রঞ্জন রায়, মোঃ জিতু মিয়া। হবিগঞ্জ-শ্রীমঙ্গল লাইন (৩জন) মোঃ আব্দুল হান্নান চৌধুরী, আব্দুল গফ্ফার চৌধুরী, দুলাল গোপ তরফদার। হবিগঞ্জ-নবীগঞ্জ লাইন (৪ জন) মোঃ জিতু মিয়া, শফিক আহমেদ, মোঃ জুয়েল মিয়া, মোঃ আব্দুল বাছিত। হবিগঞ্জ-লাখাই লাইন (২ জন) মোঃ জাহির মিয়া ও মোঃ ছুরুক মিয়া বিনা প্রতিন্দ্বন্দ্বিতায় সদস্যপদে নির্বাচিত হন।