কিবরিয়া চৌধুরী, নবীগঞ্জ থেকে ॥ নবীগঞ্জ উপজেলায় শিক্ষক সংকটসহ বিভিন্ন সমস্যায় প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম চরমভাবে ব্যাহত হচ্ছে। উপজেলার ৪৩টি বিদ্যালয়ে প্রধান শিক্ষকবিহীন অবস্থায় রয়েছে দীর্ঘদিন ধরে। সহকারী শিক্ষকের পদ খালি রয়েছে ৭৩টি। এতে করে কোমলমতি শিশুদের পড়ালেখা নিয়ে উদ্বিগ্ন অভিভাবক মহল।
খোজ নিয়ে জানা গেছে, ১শত ৮২ টি বিদ্যালয়ের মধ্যে ১শ ১৬টি বিদ্যালয়ে শিক্ষক সংকট রয়েছে। নবীগঞ্জ উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, ওই উপজেলায় প্রাথমিক বিদ্যালয় রয়েছে ১শ ৮২টি। এসব বিদ্যালয়ে বর্তমানে মোট শিক্ষার্থীর সংখ্যা প্রায় অর্ধলক্ষ। এমন ও দেখা গেছে কোন কোন বিদ্যালয়ে একজন বা দু’জন শিক্ষক থাকায় তাদের পক্ষে এক সঙ্গে তিনটি ক্লাস নেয়া সম্ভব হচ্ছে না। বিদ্যালয়ে পাঠদানের পাশাপাশি শিক্ষকদের দিয়ে অনেক সময় বিভিন্ন জরিপসহ তথ্য উপাত্ত সংগ্রহরে কাজও তাদেরকে করতে হয়। বেশ কিছু বিদ্যালয় রয়েছে শিক্ষকরা অফিসিয়েল কোন কাজে উপজেলায় গেলে পাঠদান বন্ধ থাকে।
এ ব্যাপারে নবীগঞ্জ উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আব্দুর রাজ্জাকের সাথে আলাপকালে তিনি জানান, নবীগঞ্জ উপজেলায় বর্তমানে ৪৩টি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষকের পদ শুন্য রয়েছে। তাদের তালিকা সংশ্লিষ্ট উর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট পাঠানো হয়েছে। ১৪ টি গ্রামে বিদ্যালয়বিহীন এর ব্যাপারে জানতে চাইলে তিনি বলেন, একাধিকবার সভায় আলোচনা করে তালিকা উর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট পাঠানো হয়েছে।