প্রেস বিজ্ঞপ্তি ॥ শিশু ও নারী উন্নয়নে যোগাযোগ কার্যক্রম শীর্ষক প্রকল্পের আওতায় হবিগঞ্জ জেলা তথ্য অফিসের আয়োজনে বাহুবলে এক ওরিয়েন্টেশন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বাহুবল রিসোর্স সেন্টারে নেতৃস্থানীয় ব্যক্তিবর্গের এ কর্মশালায় সভাপতিত্ব করেন বাহুবল উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নাজমুল হক। এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোঃ জয়নাল আবেদীন। বিশেষ অতিথি ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মতা ডাঃ এম সোলায়মান খান। এতে স্বাগত বক্তব্য রাখেন জেলা তথ্য কর্মকর্তা মোঃ মনির হোসেন।
কর্মশালায় মহিলাসহ ২৫ জন সাংবাদিক, এনজিও প্রতিনিধি, শিক্ষক-শিক্ষিকা, জনপ্রতিনিধি অংশ নেন।