প্রেস বিজ্ঞপ্তি ॥ জাতীয় প্রশিক্ষণ প্রাপ্ত ইমাম সমিতি হবিগঞ্জ জেলা শাখার নেতৃবৃন্দের পক্ষ থেকে নবাগত জেলা প্রশাসক মনীষ চাকমাকে সম্মাননা ক্রেস্ট প্রদান ও সৌজন্য সাক্ষাতে মিলিত হন। গতকাল ইমাম সমিতির জেলা সভাপতি মাওঃ মোঃ নুরুল আমীন, সাধারণ সম্পাদক মাওঃ কাজী নজমুল হোসেন সহ উপস্থিত ছিলেন মাওঃ সৈয়দ আজহার আহমদ, মুফতি মুজিবুর রহমান, হাফেজ তাজুল ইসলাম, হাফেজ নাসির উদ্দিন, মুবাশ্বির চৌধুরী, মাওঃ তৈয়বুর রহমান, মাও আব্দুল ওয়াদুদ, মাওঃ আব্দুল মুক্তাদির, মাওঃ মুজাহিদুল ইসলাম, মাওঃ কামাল উদ্দিন প্রমূখ। জেলা প্রশাসক বলেন, জঙ্গি দমন, বাল্য বিবাহ রোধ, দমন বিরোধী কর্মকান্ডে বলিষ্ঠ ভুমিকা রাখার জন্য ইমামদের প্রতি আহবান জানান। ইমাম সমিতির নেতৃবৃন্দ জেলা প্রশাসককে সার্বিক সহযোগিতার আশ্বাস প্রদান করেন।