প্রেস বিজ্ঞপ্তি ॥ নবীগঞ্জে ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী পালন উপলক্ষ্যে নবীগঞ্জ উপজেলা পূজা উদযাপন পরিষদের উদ্যোগে গত সোমবার রাতে স্থানীয় গোবিন্দ জিউড় আখড়ায় এক প্রস্তুতি সভা অনুষ্টিত হয়। উপজেলা পূজা কমিটির সভাপতি নিখিল আচার্য্যের সভাপতিত্বে এতে উপস্থিত ছিলেন উপজেলা পূজা কমিটির সহ-সভাপতি সুবিনয় কর, সাধারণ সম্পাদক সুখেন্দু রায় বাবুল, পৌর পূজা উদযাপনর কমিটির সভাপাতি বাবুল দাশ, উপজেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি নারায়ন রায়সহ অন্যান্য নেতৃবৃন্দ। সভায় সর্বসম্মতিক্রমে প্রমথ চক্রবর্ত্তী বেনুকে আহবায়ক করে জম্মাষ্টমী উদযাপন কমিটি গঠন করা হয়। কমিটির অন্যান সদস্যরা হলেন, অশোক তরু দাস, মন্টু লাল আচার্য্য, নারায়ণ রায়, জগদীশ দাশ, প্রজেশ রায় নিতন, রঙ্গলাল রায়, বিধান ধর, পবিত্র বনিক, কর্নমনি দাশ, শংকর দেব, অমলেন্দু সুত্রধর, নীরেন্দ্র দেব, মৃদুল রায়, রঞ্জিত চক্রবর্ত্তী, দিপক পাল, উত্তম রায়, নির্মলেন্দু দাশ রানা, গৌতম রায়, উত্তম কুমার পাল হিমেল, পার্থ পাল, উৎপল দাশ, নীলকন্ঠ দাশ সামন্ত, প্রনব দেব, গুরুপদ দাশ, পান্ডব দেব, সুবিনয় দাশ, পলাশ বনিক, সুজয় বনিক, ঝলক চক্রবর্ত্তী, মিথুন পাল। সভায় আগামী ১৪ই আগষ্ট সেমাবার সকাল ৮.৩০ মিনিটে গোবিন্দ জিউড় আখড়া থেকে মঙ্গল শোভাযাত্রা বের হয়ে শগর প্রদক্ষিণ করবে। এতে সবাইকে উপস্থিত থাকার জন্য আহবান করা হয়।