চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাটে স্ত্রীর সাথে অভিমান করে আলমগীর হোসেন (২২) নামের এক যুবক বিষপানে আত্মহত্যা করেছে। সে ওই এলাকার রাজাকোনা গ্রামের মতুর্জ আলীর পুত্র। গত মঙ্গলবার দিবাগত রাত ২টার দিকে এ ঘটনা ঘটে।
জানা যায়, আলমগীর ২ বছর আগে একই উপজেলার চালিয়ারআব্দা গ্রামের আব্দুল মন্নানের কন্যা রোজিনা বেগমকে বিয়ে করে। বিয়ের পর থেকে তাদের মাঝে মনোমালিন্য চলে আসছিল। গত মঙ্গলবার দিনে তাদের মাঝে আবারো মতবিরোধ হলে অভিমানে সে সন্ধ্যার দিকে বিষপান করে ছটফট করতে থাকে। পরিবারের লোকজন তাকে উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে নিয়ে এলে রাত ২টার দিকে তার মৃত্যু হয়।