প্রেস বিজ্ঞপ্তি ॥ বাংলাদেশ আইনজীবি সহকারী সমিতি হবিগঞ্জ জেলা শাখার সিনিয়র সদস্য আব্দুল জাহির গত ৪ আগস্ট, সমিতির সদস্য নিপেশ শুক্ল বৈদ্য এবং কিছু দিন পূর্বে বড়দাকান্ড পাল মৃত্যুবরণ করায় তাদের স্মরণে গতকাল ৮ আগস্ট বেলা ২ টার দিকে জেলা আইনজীবি সহকারী সমিতির প্রধান কার্যালয়ে এক শোক সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন সমিতির সভাপতি আব্দুল মোতাব্বির রাজ্জাক। সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম বাহারের পরিচালনায় বক্তব্য রাখেন সিনিয়র সদস্য কাজী আব্দুল কাইয়ূম, সুভাস চন্দ্র সুত্রধর, গোপাল চন্দ্র সূত্রধর, জ্যোতিষ ভট্টাচার্য্য মানিক, আঞ্জব আলী, মাধব গোপ, নির্ধন দাস, তপন চন্দ্র দাস, বিধান কৃষ্ণ পাল, আব্দুল হান্নান, সামছুল হক, হরিধন দাস, চন্দ্র মল্লিক, হারুন মিয়া প্রমূখ। মৃত ব্যক্তিদের আত্মার শান্তি ও তাদের পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করে এক মিটিন নিরবতা পালন করা হয়।