বাহুবল প্রতিনিধি ॥ বাহুবল কলেজের রাস্তা সংস্কার, মাঠে মাটি ভরাট ও অসম্পূর্ণ ভবনের কাজ সম্পন্নসহ অসমাপ্ত সকল কাজ সমাপ্ত করার ঘোষণা দিলেন জেলা পরিষদের চেয়ারম্যান ডাঃ মুশফিক হোসেন চৌধুরী। গতকাল মঙ্গলবার বিকাল আড়াইটায় কলেজ প্রাঙ্গণে অধ্যক্ষ আবদুর রব শাহিনের সভাপতিত্বে ও বাংলা বিভাগের প্রভাষক বেলাল মিয়ার সঞ্চালনায় মোড়ক উম্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আশ্বাস প্রদান করেন। তিনি আরও বলেন বছরের প্রথম দিন জননেত্রী শেখ হাসিনার সরকার শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্র-ছাত্রীদের হাতে বিনামূল্যে বই তুলে দিচ্ছে। স্কুল-কলেজের শিক্ষার্থীদের হাতে উপবৃত্তির টাকা তুলে দেয়া হচ্ছে। সরকারের উদ্দেশ্য শতভাগ শিক্ষায় শিক্ষিত জাতী গড়ার। এ লক্ষ্যে সরকার বিভিন্ন উদ্দ্যোগ গ্রহণ করেছে। সরকারের উদ্দ্যোগগুলো সফল হতে হলে শিক্ষার্থীদেরকে সুশিক্ষায় শিক্ষিত হতে হবে। “সোনালী প্রান্তর” কলেজ ম্যাগাজিনটি প্রকাশ করায় সংশ্লিষ্ট সকলের ভূয়শী প্রশংসা করেন তিনি।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান মোঃ আব্দুল হাই, বাহুবল-নবীগঞ্জ সার্কেলের সিনিয়র এএসপি রাসেলুর রহমান, সহকারি কমিশনার (ভূমি) মোঃ শফিউল্লাহ, কলেজ প্রতিষ্ঠাতা সদস্য হাজী জমর উদ্দিন, বাহুবল মডেল প্রেসক্লাব সভাপতি মোঃ নূরুল ইসলাম নূর, সদর ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি ডাঃ বেনু দেব, উপজেলা আওয়ামীলীগ প্রচার সম্পাদক ইলিয়াছ আখঞ্জী, উপজেলা তরুণলীগ আহ্বায়ক এম এ মজিদ তালুকদার। বক্তব্য রাখেন সাবেক ছাত্রলীগ নেতা সাহাব উদ্দিন, সাবেক ছাত্রনেতা দেলোয়ার হোসেন, প্রভাষক শামছুল আলম, জালাল উদ্দিন, মাহমদু আলম, আব্দুল কালাম আজাদ, শিক্ষার্থী ফেরদৌস আহমেদ হৃদয়, শেখ জান্নাতুল নাঈম, সাহাবুদ্দিন প্রমুখ।