স্টাফ রিপোর্টার ॥ লাখাই উপজেলার শিবপুর গ্রামে পূর্ব বিরোধের জের ধরে দুই দল লোকের সংঘর্ষে মহিলাসহ ২০ জন আহত হয়। গতকাল মঙ্গলবার বিকালে এ সংঘর্ষ হয়।
আহত সূত্রে জানা যায, ওই গ্রামের জুনাইদের সাথে একই গ্রামের আরমান আলীর জমি নিয়ে বিরোধ চলে আসছে। এ বিরোধের জের ধরে গতকাল ওই সময় উভয়পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। গুরুতর আহত অবস্থায় ফজল মিয়া, আপেল মিয়া, শুকুর মিয়া, বজলু মিয়া, নোমান মিয়া, হাবিবুর রহমান, রুবেল, সুমন, আরমান, জুনাইদ, নিজামুল ও রহিমাকে উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়।