নুরুল আমিন ॥ বাকরোদ্ধ এলাকার আবালবৃদ্ধ। কারো মুখে কথা নেই। মায়ের চোখের পানি গড়িয়ে পড়ছে কেবল। অবুঝ শিশুটি মায়ের পাশে বসে চানাচুর খাচ্ছিলো। সে জানেনা তার কতোবড় ক্ষতি করে ফেলছে মানুষ নামের এক জানোয়ার। পুলিশের এক প্রশ্নের জবাবে শিশুটি কেবল বললো, ‘বেটা আমাকে মেরেছে’। মাত্র সাড়ে ৩ বছরের শিশু। এখনো ভালো করে কথাই বলতে পারে না। তার বাবা বকুল মিয়া দিনমজুর। মা অন্যের বাড়িতে ঝি এর কাজ করেন। ৫ সদস্যের চরম অভাবী সংসার। দিনান্তে পান্তা পুরোয় তাদের। প্রতিদিনের মতো গত রবিবার সকালে বাবা-মা কাজে যান। এ সুযোগে পাশের বাড়ির মফিজ উল্লাহ’র পুত্র মনির (২৫) শিশুকে পিয়ারা খাওয়ার লোভ দেখিয়ে ক্রোড়ে করে বাড়িতে নিয়ে যায়। একটি ঘরের ভেতর ওই অবুঝ শিশুর উপর পৈশাচিক আক্রমন চালায় মনির। এরই মাঝে মা বাড়িতে এসে মেয়ের খোঁজ নেন। হঠাৎ দেখেন কান্না-কাটি করে শিশুটি আসলো তার মায়ের কাছে। রক্তক্ষরণ দেখে মা চিৎকার শুরু করলে আশ পাশের লোকজন আসেন ঘটনাস্থলে। বিস্তারিত অবগত হয়ে অসুস্থ শিশুকে নিয়ে চুনারুঘাট হাসপাতালে যান তারা কিন্তু বিস্তারিত অবগত হয়ে সরকারী ডাক্তার মামলা করার আগে চিকিৎসা করতে পারবেনা বলে জানিয়ে দেন। এরপর তারা একটি প্রাইভেট ক্লিনিকে শিশুটিকে কিছুটা চিকিৎসা করার ব্যবস্থা নেন। এদিকে এলাকার কিছু লোক ঘটঁনাটিকে ধামা-চাপা দেয়ার চেষ্টা চালায়। গতকাল মঙ্গলবার রাতে এ বিষয়ে শালিস হবার কথা ছিলো কিন্তু বিষয়টি মানবাধিকার সংগঠন ও সাংবাদিকরা জানার পর পুলিশের নজরে আসে নিষ্টুর ওই ঘটনাটি। গতকাল সন্ধ্যায় চুনারুঘাট থানার ওসি আজমিরুজ্জামান, আহম্মদাবাদ ইউপি চেয়ারম্যান সনজু চৌধুরী, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান কাজী শাফিয়া আক্তার, ব্র্যাক সামাজিক ক্ষমতায়ন কর্মসূচীর কর্মকর্তা অল্লিকা রানী দাশসহ এলাকার গন্যমান্য ব্যক্তিরা ঘটনাস্থলে আসেন। শিশুর বাবা বকুল মিয়া ও মায়ের কাছ থেকে বিস্তারিত অবগত হয়ে শিশুটিকে তাৎক্ষনিক উন্নত চিকিৎসার জন্য হাসপাতালে প্রেরন করেন ওসি আজমিরুজ্জামান। অপরদিকে দারোগা আতাউর ধর্ষক মনিরের বাড়িতে অভিযান চালিয়ে ধর্ষক মনির এবং তার মা বাবাকে খোঁজে পান নি। ঘটনাটি চুনারুঘাট উপজেলার আহম্মদাবাদ ইউনিয়নের বাগাডাইয়া গ্রামের।
এ ব্যাপারে অল্লিকা দাশ জানান, ব্র্যাক শিশুটির চিকিৎসার সকল দায়িত্ব নিয়েছে। ইতোমধ্যে অফিসার ইনচার্জ এবং স্থানীয় চেয়ারম্যান আবেদ হাসনাত সনজু চৌধুরী তার চিকিৎসার জন্য ৫ হাজার টাকা দিয়েছেন।