স্টাফ রিপোর্টার ॥ বানিয়াচং উপজেলার কাগাপাশা ইউনিয়নের ইছবপুর গ্রামে সমরু মিয়া (৩৫) নামের এক রিকশা চালক বিষাক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছে। তবে ১ম স্ত্রীর দাবি তাঁর স্বামীকে হত্যা করেছে। এদিকে হাসপাতালে লাশ রেখে ২য় স্ত্রী পালিয়ে যাওয়ায় এ নিয়ে রহস্যের সৃষ্টি হয়েছে। সমরু মিয়ার ১ম স্ত্রী জয়তুন নেসা জানায়, একই গ্রামের মনসুর উল্লার পুত্র সমরু মিয়ার সাথে ১৫ বছর আগে বিয়ে হয়। বিয়ের পর তাদের কোলজুড়ে ৩ সন্তান জন্ম নেয়। লিজা আক্তার (১৪), রেখা আক্তার (৮) ও রিমা আক্তার (৫)। ৬ মাস আগে পরিচয় হয় শায়েস্তাগঞ্জের লাওরাকান্দি গ্রামের দরছ মিয়ার কন্যা রোজির সাথে। সপ্তাহখানেক পরে তাদের বিয়ে হয়। বিয়ের পর সমরু তাঁর ২য় স্ত্রীর বাপের বাড়িতেই থাকতো। সোমবার রাতে ফোন করে ২য় স্ত্রী রোজি ১ম স্ত্রী জয়তুনকে জানায় তাঁর স্বামী বিষপান করেছে। তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে। মঙ্গলবার সকালে চিকিৎসাধীন অবস্থায় সমরু মিয়া মারা যায়। আরএমও বজলুর রহমান তরিগড়ি করে হাসপাতাল থেকে লাশ মর্গে নিয়ে যান। খবর পেয়ে সাংবাদিকরা ছবি তোলতে গেলে তিনি বাঁধা প্রদান করেন। এ ছাড়া সমরু মিয়ার মৃত্যুর পর রোজি ও তাঁর স্বজনরা লাশ রেখে পালিয়ে যায়। সদর থানার এসআই সামছুল হকসহ একদল পুলিশ লাশ উদ্ধার করে সুরতহাল রিপোর্ট তৈরী করেন। পরে লাশ ১ম স্ত্রীর জিম্মায় দিয়েছে পুলিশ। এসআই জানান, লাশের দেহে ব্লেডের আছর দেখা গেছে। ময়নাতদন্ত রিপোর্ট ছাড়া এ মুহুর্তে কিছু বলা যাচ্ছে না।