নবীগঞ্জ প্রতিনিধি ॥ হবিগঞ্জ-সিলেট সংরক্ষিত আসনের এমপি আমাতুল কিবরিয়া চৌধুরী কেয়া বক্তব্যে বলেন, যেখানে জয়-বাংলার শ্লোগান নেই, আদর্শের বাতিঘর অন্ধকারে নিভু নিভু-সেখানে বঙ্গবন্ধুর আদর্শের কর্মী হিসেবে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস তুলে ধরবার চেষ্টা করছি। আওয়ামী লীগ সরকার ধর্ম নিয়ে রাজনীতি করে না। ইসলাম ধর্মের প্রকৃত বাণীকে বিশ^াসে নিয়ে জীবন প্রতিষ্ঠিত করে। আর এই কারণেই আওয়ামী লীগ সরকার ধর্মীয় প্রতিষ্ঠানগুলোর উন্নয়ন করে যাচ্ছে। তিনি গতকাল সোমবার দুপুরে নবীগঞ্জ উপজেলার পূর্ব তিমিরপুর দারুল হিকমাহ জামেয়া ইসলামিয়া আলিম মাদ্রাসায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪২তম শাহাদাৎ বার্ষিকী পালন উপলক্ষে দোয়া মাহফিল ও অর্ধবার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ এবং কৃতি শিক্ষার্থীদের পুরস্কার প্রদান উপলক্ষে অভিভাবক ও সুধী সমাবেশ প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। মাদ্রাসা প্রাঙ্গনে আয়োজিত উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছাত্র-শিক্ষক, অভিভাবক এবং সুধী জনের উদ্দেশ্যে তিনি বলেন, আসুন জয়-বাংলার শ্লোগান ধরে, জঙ্গিবাদ সন্ত্রাস নির্মূল করে বঙ্গবন্ধুর সোনার বাংলাদেশ গড়ি। এই সময় পূর্ব তিমিরপুর দারুল হিকমাহ জামেয়া ইসলামিয়া আলিম মাদ্রাসার উপস্থিত ৮শ শিক্ষার্থীদের মুখে জয়-বাংলা, জয়-বঙ্গবন্ধু শ্লোগানে মাদ্রাসা প্রাঙ্গন মূখরিত করে তুলেন। মুহুর্মুহু শ্লোগানের মধ্যে এমপি কেয়া চৌধুরী বলেন, দারুল হিকমাহ জামেয়া ইসলামিয়া আলিম মাদ্রাসার উন্নয়নে যথাযথ পদক্ষেপ নেওয়া হবে। মাদ্রাসা ম্যানেজিং কমিটির সভাপতি ও পৌর কাউন্সিলর মোঃ আলাউদ্দিনের সভাপতিত্বে ও মাদ্রাসার সুপার মোঃ লুৎফুর রহমানের সঞ্চালনায় এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক শাহ্ রিজভী আহমদ খালেদ, পৌর যুবলীগের আহ্বায়ক ফজল আহমদ চৌধূরী, উপজেলা যুবলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক সোহাগ আহমদ, বাহুবলের আলিফ সোবহান কলেজের প্রভাষক মোঃ ছাদিকুর রহমান, চুনারুঘাট উপজেলার পঞ্চাশ স্কুল এন্ড কলেজ এর প্রভাষক ইলিয়াস খাঁন আঙ্গুর, উপজেলা উলামা লীগের সভাপতি মাওঃ আনহার আলী। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, পৌর আওয়ামীলীগ নেতা মৃনাল কান্তি রায় মিনু, করগাঁও ইউপি বঙ্গবন্ধু পরিষদের সভাপতি ভানু লাল দাশ, ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি অনুকুল রায়, সাংগঠনিক সম্পাদক মোঃ গোলজার মিয়া, পূজা উদযাপন কমিটির সভাপতি নিশি সুত্রধর, সাধারণ সম্পাদক পরিমল চন্দ শীল, উপজেলা আওয়ামীলীগের সদস্য সুধাংশু দত্ত, ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক আতাউর রহমান প্রমুখ। অনুষ্ঠানে দৈনিক সময় পত্রিকার প্রকাশক ও বার্তা সম্পাদক সেলিম তালুকদার, ম্যানেজিং কমিটির সদস্য মোঃ আজিজুর রহমান, বিশিষ্ট মুরুব্বী মোঃ ইজাজ মিয়া, ওয়ার্ড যুবলীগের সাবেক সভাপতি মোঃ মাহিদ মিয়া, পৌর শ্রমিকলীগের সাধারণ সম্পাদক মোঃ জুয়েল মিয়া, কৃষকলীগের সভাপতি মোঃ ফজল মিয়া, আব্দুল মোছাব্বির, যুবলীগ নেতা মোঃ হিলাল মিয়া, ছাত্রলীগ নেতা শাহ ফয়সল তালুকদার, সোহেল তালুকদার, লুৎফুর রহমান, মাদ্রাসার শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, আওয়ামী পরিবারের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।