মখলিছ মিয়া, বানিয়াচং থেকে ॥ বানিয়াচংয়ে ট্রলী চাপায় এক স্কুল ছাত্রের মর্মান্তিক মৃত্যু হয়েছে। পুলিশ ঘটনাস্থল থেকে ঘাতক চালক রাহেল মিয়া (২০) সহ ট্রলীকে আটক করেছে। গতকাল সোমবার সকাল সকাল সাড়ে ১০টার দিকে বটের হাটি গ্রাম সংলগ্ন রাস্তায় এ ঘটনাটি ঘটে। নিহত স্কুলছাত্রের নাম মুমিন মিয়া (৬)। সে দোয়াখানী মহল্লার হাজী আব্দুল আলীর ছেলে এবং বানিয়াচং তাহফিজুল কোরআন ফাউন্ডেশন এর সিনিয়র সদস্য হাফেজ মাওলানা নুরুল ইসলামের ছোট ভাই। মুমিন জাতুকর্ণপাড়া আদার বাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ১ম শ্রেণির ছাত্র ছিল।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, সকাল সাড়ে ১০ টার দিকে মুমিন স্কুল থেকে বাড়ি ফিরছিল। পথিমধ্যে বটের হাটি গ্রাম সংলগ্ন স্থানে পৌছুলে একটি ট্রলি তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ সময় স্থানীয় জনতা ট্রলি চালক প্রথম রেখ গ্রামের ফজলু মিয়ার ছেলে রাহেল মিয়াকে আটক করে। খবর পেয়ে বানিয়াচং থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে ট্রলিসহ আটক রাহেলকে থানায় নিয়ে আসে।
এ বিষয়ে বানিয়াচং থানার এসআই বাবুল সিংহ এর সাথে আলাপকালে তিনি এ ঘটনার সত্যতা স্বীকার করে চালক ও গাড়ী আটক রয়েছে বলে জানান।
এদিকে তার মৃত্যুতে বানিয়াচং তাহফিজুল কোরআন ফাউন্ডেশন এক প্রেস বিজ্ঞপ্তিতে গভীর শোক ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছে। সেই সাথে বানিয়াচং থেকে চিরতরে এ অবৈধ ট্রলি বন্ধে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছে তাহফিজুল কোরআন ফাউন্ডেশন এর নেতৃবৃন্দ।