প্রেস বিজ্ঞপ্তি ॥ নবীগঞ্জ পৌর এলাকার ছালামতপুর গ্রামের বিশিষ্ট মুরুব্বী আব্দুল জলিল চৌধুরী (জামাদার মিয়া) (৭০) আর নেই। তিনি গত রবিবার রাত ১১:৪৫ মিনিটে বার্ধক্যজনিত রোগে আক্রান্ত হয়ে সিলেটের একটি হাসপাতালে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি…রাজিউন)। গতকাল সোমবার বিকাল ২:৩০ মিনিটে জানাযার নামাজ শেষে মরহুমের লাশ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। জানাযার নামাজে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সুশীল সমাজ, সাংবাদিক, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গসহ কয়েক শতাধিক মানুষ অংশ নেন।
মৃত্যুকালে তিনি তিন পুত্র, চার কন্যা সন্তানসহ অনেক আত্মীয় স্বাজন ও গুনগাহী রেখে গেছেন।