স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরের ২নং পুল এলাকা থেকে মাদক বিক্রেতা জুবেল (৩০) কে গ্রেফতার করেছে পুলিশ। সে বহুলা গ্রামের মৃত নান্টু মিয়ার পুত্র। গতকাল রবিবার সকাল ৯টায় মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিদর্শক ছিদ্দিকুর রহমানের নেতৃত্বে একদল সিপাহী অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। এ সময় তাঁর কাছ থেকে ১৫ পিস যৌন উত্তেজক ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এ ব্যাপারে মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে।