স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহর থেকে নিখোঁজ হওয়ার ২০ দিন পর দুলাল মিয়া (৩৫) নামের এক ব্যক্তিকে উদ্ধার করেছে সদর থানা পুলিশ। সে সদর উপজেলার জালালাবাদ গ্রামের হাজি আব্দুস সাত্তারের পুত্র। গতকাল রবিবার সকালে সদর থানার এসআই মোস্তাক আহমেদের নেতৃত্বে পুলিশ জালালাবাদ গ্রামে অভিযান চালিয়ে তাকে উদ্ধার করে। রাতে তাকে পরিবারের জিম্মায় দেয়া হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, গত ১৬ জুলাই দুলাল মিয়া শহরেআসেন। এর পর থেকে তাকে পাওয়া যায়নি। এ ব্যাপারে তার ভাই সদর থানায় সাধারণ ডায়েরী করা হয়। এরপর থেকে পুলিশ তাকে উদ্ধারে বিভিন্ন স্থানে অভিযান চালায়। গতকাল তাকে উদ্ধার করে।