স্টাফ রিপোর্টার ॥ জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও হবিগঞ্জ জেলা আহ্বায়ক আলহাজ্ব মোহাম্মদ আতিকুর রহমান আতিকের মা সৈয়দা হাসিনা খাতুন দাফন সম্পন্ন করা হয়েছে। গতকাল রবিবার বাদ আছর সিলেট হযরত শাহজালাল (রাঃ) মাজার জামে মসজিদের জানাজার নামাজ শেষে মাজার কবরস্থানে মরহুমার লাশের দাফন সম্পন্ন। জানাজার নামাজে আওয়ামীলীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মিজবাহ উদ্দিন সিরাজ, জাতীয় পার্টিসহ বিভিন্ন দলের নেতাকর্মীসহ শ্রেণী পেশার মানুষ অংশ গ্রহন করেন। এর আগের ২য় জানাজার নামাজ রবিবার বাদ জোহর মরহুমার গ্রামের বাড়ি সিলেট দক্ষিণ সুরমার জাহানপুর (হরগৌরী) মরহুম খান সাহেব বজলুর রহমান সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। শনিবার বাদ আছর ঢাকার গুলশান আজাদ জামে মসজিদে মরহুমার ১ম জানাজার নামাজ অনুষ্ঠিত হয়।
জাপার প্রেসিডিয়াম সদস্য, হবিগঞ্জ জেলা আহ্বায়ক ও হবিগঞ্জ প্রেসক্লাবের আজীবন সদস্য আতিকুর রহমান আতিকের মা সৈয়দা হাসিনা খাতুনের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন হবিগঞ্জ প্রেসক্লাব নেতৃবৃন্দ। সংবাদপত্রের প্রদত্ত বিবৃতিতে হবিগঞ্জ প্রেসক্লাবের পক্ষে শোক প্রকাশ করেন সভাপতি বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিক, সাধারণ সম্পাদক চৌধুরী মোহাম্মদ ফরিয়াদ। মরহুমার বিদেয়ী আত্মার মাগফেরাত মাগফেরাত কামনা করেন এবং শোক সন্তপ্ত পরিবারবর্গের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।