আবুল হোসেন সবুজ, মাধবপুর থেকে ॥ মাধবপুরে খাদ্য অধিদপ্তরের অর্থায়নে প্রায় সাড়ে চার কোটি টাকা ব্যয়ে নয়াপাড়ায় এক হাজার মেট্রিক টন ও মাধবপুরে ৫শ মেট্রিক টন ধারণ ক্ষমতাসম্পন্ন দুটি নতুন খাদ্য গুদাম ভবন নির্মাণের ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়েছে। গতকাল শনিবার সকালে উপজেলা সদরে হবিগঞ্জ-৪ (মাধবপুর-চুনারুঘাট) আসনের সংসদ সদস্য এড. মাহবুব আলী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোকলেছুর রহমান, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা আবুল হোসেন, চেয়ারম্যান ফারুক পাঠান ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।