স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ জেলা ছাত্রলীগের নয়া কমিটি নিয়ে ভুল বুঝাবুঝিকে কেন্দ্র করে বাকবিতন্ডা ও শহরের দেশীয় অস্ত্র নিয়ে মহড়া দেয়া হয়েছে। এতে গতকাল শহরে আতংক বিরাজ করে। বন্ধ হয়ে যায় দোকানপাট। আতংকিত লোকজনকে ছুটোছুটি করতে দেখা যায়। বিভিন্ন সূত্রে জানা যায়, ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটি অনুমোদনের পর বাদ পড়া এবং যথাযথ মুল্যায়ন হয়নি এমন বিভিন্নবিষয় নিয়ে অনেকের মধ্যে চাপা ক্ষোভ বিরাজ করছে। গতকাল দুপুরে ছাত্রলীগ সভাপতি ইশতিয়াক রাজ চৌধুরী ও ছাত্রলীগ নেতা মহসিনের মধ্যে বিভিন্ন বিষয় নিয়ে কথা কাটাকাটি হয়। এ খবর ছড়িয়ে পড়লে উভয় নেতার অনুসারীরা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে শহরে মহড়া দেয়। এ সময় বিভিন্ন নেতাকর্মীদের নামে সাঁটানো ব্যানার ফেষ্টুন ছিড়ে ফেলা হয়। এতে শহরে বিরাজ করে আতংক। শহরের দোকানপাট বন্ধ হয়ে যায়। মানুষজন দৌড়ে নিরাপদ স্থানে আশ্রয় নেয়। খবর পেয়ে সদর মডেল থানা পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
এদিকে সৃষ্টি ঘটনাটি আওয়ামীলীগের সিনিয়র নেতৃবৃন্দের হস্তক্ষেপে রাতে মিমাংসা হয়।