স্টাফ রিপোর্টার ॥ খোয়াই নদী রক্ষা অভিযানে নেমেছেন হবিগঞ্জের নবাগত জেলা প্রশাসক মনীষ চাকমা। গতকাল বিকেলে তিনি প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তা ও সাংবাদিকদের সাথে নিয়ে নদীর বাধের নির্মাণ কাজ পরিদর্শন করতে যান। পরিদর্শনকালে তিনি খোয়াই নদীর তৈতুয়া এলাকায় খোয়াই নদীর পাড়ে বালু উত্তোলনের একটি পাইপ দেখতে পান। পাইপটি দেখে তিনি বলেন, বাধের নিচে দিয়ে অপরিকল্পিত ভাবে পাইপ দেয়ার ফলে বাধটি দুর্বল হয়ে ভেঙ্গে যাচ্ছে। তিনি স্থানীয় ইউপি সদস্যকে নির্দেশ দেন পাইপটি যেন দ্রুত সময়ের মধ্যে বালুর মহালের ইজারাদার তুলে নেন। পরে তিনি কামড়াপুর এলাকার খোয়াই নদীর বাঁধ পরিদর্শন করেন। পরিদর্শনকালে পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মোঃ তাওহিদুল ইসলামকে নদীর পাড়ের অবৈধ বসবাসকারীর তালিকা তাঁর হাতে দেয়ার নিদের্শ দেন। এ সময় জেলা প্রশাসক বলেন, খোয়াই নদীটি সংস্কার করা আমার প্রথম পরিকল্পনা। আমি নদীটি রক্ষা করতে সকলের সহযোগীতা কামনা করি। পরিদর্শনকালে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ এমরান হোসেন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোঃ নূরুল হক, হবিগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এটিএম আজহারুল ইসলাম, নির্বাহী ম্যাজিস্ট্রেট বেলায়েত হোসেন, গোপায়া ইউপি চেয়ারম্যান আক্তার হোসেন, যমুনা টিভি হবিগঞ্জ জেলা প্রতিনিধি প্রদীপ দাশ সাগর, একাত্তর টিভি জেলা প্রতিনিধি শাকিল চৌধুরী ও এশিয়ান টিভির জেলা প্রতিনিধি এসএম সুরুজ আলী।
উল্লেখ, বৃহস্পতিবার নবাগত জেলা প্রশাসক মনীষ চাকমা হবিগঞ্জে যোগদান করেন।