স্টাফ রিপোর্টার ॥ শায়েস্তাগঞ্জের বিরামচর গ্রামে জমির পাশ দিয়ে হেটে যাওয়ায় দুই স্কুল ছাত্রীকে পিটিয়ে গুরুতর আহত করার ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। আহত অবস্থায় ছাত্রীদের উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। বৃহস্পতিবার সকালে এ ঘটনা ঘটে। আহত সূত্রে জানা যায়, ওই দিন সকালে বিরামচর গ্রামের আলী হায়দারের কন্যা তানিয়া (৮) ও আনোয়ার হোসেনের কন্যা মীম আক্তার (৭) বাড়ির পার্শ্ববর্তী লেঞ্জাপাড়া গ্রামের দর্জি বাড়িতে কাপড় আনতে যায়। ফেরার পথে একই গ্রামে সিতার মিয়ার জমির আইলের উপর দিয়ে বাড়ি ফিরছিল তারা। এ সময় গোর্কাজ মিয়ার পুত্র সিতার মিয়া তাদেরকে আটকে গালিগালাজ করে। এ সময় ওই ছাত্রীরা ভয়ে চিৎকার শুরু করলে সিতার মিয়া লাঠি নিয়ে তাদেরকে বেধড়ক প্রহার করে আহত করে। পরে স্থানীয় লোকজন এগিয়ে এসে তাদেরকে উদ্ধার করে পরিবারকে খবর দেয়। পরে তাদেরকে উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসা দেয়া হয়। এ বিষয়টি তাদের পরিবারের লোকজন সিতার মিয়ার মুরুব্বীদের নিকট জানালে সে আরো ক্ষিপ্ত হয়ে উঠে এবং ছাত্রীর অভিভাবকদের গালিগালাজ করে।
এ বিষয়ে স্থানীয় বাসিন্দারা জানান, সিতার মিয়া এলাকার খারাপ প্রকৃতির লোক। সে এর আগেও এরকম বেশ কয়েকটি ঘটনা ঘটিয়েছে। এ বিষয়ে সিতার মিয়ার বিরুদ্ধে শায়েস্তাগঞ্জ থানায় লিখিত অভিযোগ দেয়া হয়েছে।