চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাটে বেসরকারি মাদ্রাসা শিক্ষক সমিতির কমিটি গঠন করা হয়েছে। এ উপলক্ষে শুক্রবার দুপুর ২টায় আলোচনা সভায় সভাপতিত্ব করেন সংগঠনের আহ্বায়ক অধ্যক্ষ মোঃ আবু নাসের। সভায় অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন সুপার মাওঃ আব্দুর রউফ, মাওঃ আব্দুল আউয়াল আসাদী, মাওঃ আঃ কাইয়ূম তরফদার, মাওঃ ফজলুল হক, মাওঃ আবুল খায়ের শানু, মাওঃ উবায়দুল্লাহ, মাওঃ আব্দুল হক, অধ্যাপক মাওঃ আবুল হাসান, প্রভাষক এহতেরামুল হক, মাওঃ মিজানুর রহমান, নিয়ামুল হক, মাওঃ মোশাহিদুল ইসলাম প্রমুখ। সভায় সর্ব সম্মতিক্রমে অধ্যক্ষ আবু নাসেরকে সভাপতি, সুপার মাওঃ আব্দুল কাইয়ূম তরফদারকে সাধারণ সম্পাদক, সুপার মাওঃ মোঃ আবুল খায়ের শানুকে সাংগঠনিক সম্পাদক, সুপার মাওঃ মোঃ ফজলুল হককে অর্থ সম্পাদক নির্বাচিত করে ৩১ সদস্য বিশিষ্ট চুনারুঘাট বেসরকারি মাদ্রাসা শিক্ষক সমিতির কমিটি গঠন করা হয়।