চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাট পৌরসভার ৭নং ওয়ার্ডের পশ্চিম পাকুড়িয়া গ্রামে ৭৬ লাখ টাকা ব্যয়ে পাকা রাস্তার উদ্বোধন করা হয়েছে। এ উপলক্ষে আলোচনা সভায় সভাপতিত্ব করেন পৌর মেয়র নাজিম উদ্দিন সামছু। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে রাস্তার উদ্বোধন ঘোষণা করেন হবিগঞ্জ-৪ আসনের এমপি প্যানেল স্পিকার এডভোকেট মাহবুব আলী। চুনারুঘাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সহ-সভাপতি মোঃ জামাল হোসেন লিটনের পরিচালনায় এতে বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সিরাজাম মুনিরা, উপজেলা ভাইস চেয়ারম্যান আলহাজ্ব লুৎফুর রহমান মহালদার, জেলা পরিষদ সদস্য ফরিদ আহমেদ তালুকদার, উপজেলা প্রকৌশলী মোঃ জামাল উদ্দিন, ইউপি চেয়ারম্যান আব্দুর রশীদ মাস্টার, ব্যকস সভাপতি আলহাজ্ব আবুল হোসেন আকল মিয়া, চেয়ারম্যান রমিজ উদ্দিন আহমেদ, চেয়ারম্যান ফজলুর রহমান তরফদার সবুজ, মোঃ আবু তাহের মিয়া মহালদার, আব্দুর রশীদ, সাধারণ সম্পাদক আবুল খায়ের, সাবেক ইউপি চেয়ারম্যান মাওঃ তাজুল ইসলাম, প্যানেল মেয়র তাজুল ইসলাম কাজল, উপজেলা যুবলীগের সভাপতি লুৎফুর রহমান চৌধুরী, যুগ্ম সম্পাদক আলহাজ্ব জিল্লুল কাদির লস্কর রিমন, মানিক সরকার, মোস্তাফিজুর রহমান রিপন, নাসির উদ্দিন, শফিকুল ইসলাম রুবেল, কাউন্সিলর আব্দুল হান্নান, আকছির ভান্ডারী, মরতুজ আলী সরদার, আব্দুল খালেক আলাই, লাল মিয়া, মহিলা কাউন্সিলর মাশকুরা আক্তার পাবনা, শাহেনা আক্তার, বকুল আক্তার, পৌর যুবলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুর রহমান, কবীর মিয়া খন্দকার, উস্তার মিয়া সরদার, শাহ নেওয়াজ, সায়েম তালুকদার, জাহাঙ্গীর তরফদারসহ অনেকেই।