মঙ্গলবার, ৩১ ডিসেম্বর ২০২৪, ১২:০৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
আজমিরীগঞ্জে দু’পক্ষের সংঘর্ষে আহত অর্ধশত ॥ দেশীয় অস্ত্র উদ্ধার হবিগঞ্জ-বানিয়াচং সড়কে দুই সিএনজি অটোরিকশার সংঘর্ষে একজন নিহত খান বাহাদুর আহছান উল্লাহ (রঃ) এর জন্ম বার্ষিকী উপলক্ষে হবিগঞ্জ আহছানিয়া মিশনে বিনা মুল্যে চক্ষু চিকিৎসা শিবির অনুষ্ঠিত হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ের সামন থেকে বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার অলিউল্লাহ নোমানের বোন জামাইয়ের দাফন সম্পন্ন শায়েস্তাগঞ্জে ডাকাতির প্রস্তুতিকালে ৩ ডাকাতসহ গ্রেফতার ৫ ॥ মোটর সাইকেলসহ সরঞ্জাম জব্দ চারণ সাংবাদিক খেলুর ৮ম মৃত্যুবার্ষিকী আজ মাধবপুরে দ্বিতীয় স্ত্রীকে এসিড নিক্ষেপ করার অভিযোগে ঢাকা থেকে স্বামী কুদ্দুস গ্রেফতার চুনারুঘাটে বাড়ির রাস্তা নিয়ে বিরোধ ॥ একই পরিবারে বৃদ্ধসহ ৭ জনকে কুপিয়ে জখম বানিয়াচংয়ে পুলিশ সুপার রেজাউল হক খান ॥ একজন খেলোয়ার তার দেশকে উন্নত করতে পারে

জেলা যুবদল নেতা আরব আলীর বিরুদ্ধে ৫৭ ধারায় মামলা

  • আপডেট টাইম শুক্রবার, ৪ আগস্ট, ২০১৭
  • ৫২০ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে ফেসবুকে মন্তব্য করায় যুবদল নেতা আরব আলীর বিরুদ্ধে হবিগঞ্জ আদালতে তথ্যপ্রযুক্তি আইনের ৫৭ ধারায় মামলা দায়ের করা হয়েছে।
গতকাল বৃহস্পতিবার দুপুরে হবিগঞ্জ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে ৫৭ ধারায় মামলা করেছেন হবিগঞ্জ সদর উপজেলা শ্রমিক লীগের সদস্য সচিব জামাল আহমেদ। মামলায় বাদী অভিযোগ করেন, বুধবার রাতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং এমপিদের নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করেছেন। এতে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটার আশংকা রয়েছে এবং তার রাষ্ট্র ও আওয়ামী লীগের সমর্থকদের ভাবমূর্তি মারাত্মকভাবে ক্ষুন্ন করেছে। দুপুরে শুনানি শেষে জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট শম্পা জাহান অভিযোগটি আমলে নিয়ে শায়েস্তাগঞ্জ থানাকে এফআইআরভূক্ত করার নির্দেশ দেন।
এসময় মামলার আইনজীবী নিলাদ্রী শেখর পুরকায়স্থ টিটু বলেন, থানায় তথ্য প্রযুক্তি আইনের ৫৭ ধারায় মামলা গ্রহণের ক্ষেত্রে পুলিশ সদর দপ্তরের অনুমোদনের বাধ্যবাধকতা থাকায় তারা আদালতে মামলা দায়ের করেছেন।
সাম্প্রতিক সময়ে তথ্যপ্রযুক্তি আইনের ব্যাপক অপপ্রয়োগের কারণে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) একেএম শহিদুল হক তথ্যপ্রযুক্তি আইনের ৫৭ ধারায় থানায় মামলা নিতে পুলিশ সদর দপ্তরের আইন শাখার পরামর্শ নেওয়ার কথা বলেছিলেন। আইজিপির এমন নির্দেশনার পর থানায় মামলা না করে শ্রমিক লীগ নেতা আদালতে মামলা করলেন।
আইসিটি আইনের ৫৭ ধারায় বলা হয়েছে, ওয়েবসাইটে প্রকাশিত কোনও ব্যক্তির তথ্য যদি নীতিভ্রষ্ট বা অসৎ হতে উদ্বুদ্ধ করে, এতে যদি কারও মানহানি ঘটে, রাষ্ট্র বা ব্যক্তির ভাবমূর্তি ক্ষুন্ন হয়, তা হবে অপরাধ। এর শাস্তি অনধিক ১৪ বছর কারাদণ্ড এবং অনধিক এক কোটি টাকা জরিমানা।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com