চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাট পৌর শহরের চন্দনা এলাকায় অভিযান চালিয়ে ৬ কেজি গাঁজাসহ দুই জনকে আটক করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার ভোররাতে তাদের আটক করা হয়। আটককৃতরা হলো, উপজেলার বাল্লা সীমান্ত এলাকার টেকেরঘাট গ্রামের আইয়ুব আলীর ছেলে আউয়াল (২২) ও জাফু মিয়ার ছেলে ফারুক মিয়া। এসআই ওমর ফারুকসহ একদল পুলিশ গোপন সংবাদের ভিত্তিত্বে অভিযান চালিয়ে তাদের আটক করে। এসময় তাদের কাছ থেকে ৬ কেজি গাজাঁ উদ্ধার করা হয়। চুনারুঘাট থানার ওসি কে.এম আজমিরুজ্জামান আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।